| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন  নিষিদ্ধের পর এবার ভিন্ন নামে ‘র‍্যাগ ডে’ পালনের সিদ্ধান্ত ঢাবির


 নিষিদ্ধের পর এবার ভিন্ন নামে ‘র‍্যাগ ডে’ পালনের সিদ্ধান্ত ঢাবির


রহমত ডেস্ক     30 June, 2022     11:00 AM    


ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২০ সালে ‘‘র‌্যাগ ডে’-র নামের অপসংস্কৃতি’ নিষিদ্ধ করলেও এবার এই অনুষ্ঠান ‘শিক্ষা সমাপনী উৎসব’ নামে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এই উৎসব পালনে আটটি নীতিমালাও তৈরি করেছে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বুধবার (২৯ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হয়। 

‘শিক্ষা সমাপনী উৎসব’ পালনের ক্ষেত্রে যে ৮ নিয়ম মানতে হবে, সেগুলো হলো-

১. ‘র‍্যাগ ডে’র পরিবর্তে একদিনের এ অনুষ্ঠানটির নামকরণ হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’

২. সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক ও ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে সভা করে অনুষ্ঠান সূচি চূড়ান্ত করবেন

৩. নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউটের ভবন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান করা যাবে

৪. টিএসসিতে সমবেত হয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে র‍্যালি করা যাবে

৫. ক্লাস চলাকালীন উচ্চস্বরে বাদ্য-বাজনা পরিহার করতে হবে

৬.বিভাগ বা ইনস্টিটিউটের সংশ্লিষ্টতায় দুপুরে অথবা রাতে আপ্যায়নের ব্যবস্থা করা যাবে

৭.‘শিক্ষা সমাপনী উৎসবে’র সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করতে হবে

৮. বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে

উল্লেখ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগ ডে’-র নামের অপসংস্কৃতি নিয়ে নানান আলোচনা-সমালোচনার এক পর্যায়ে উচ্চ আদালতে গড়ায় বিষয়টি। হাইকোর্ট এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডে’র নামে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দেন। অবশ্য এর আগেই ২০২০ সালেই র‌্যাগ ডে নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।